Basirhat 1, North Twenty Four Parganas | Sep 8, 2025
সামনেই বাঙালির আবেগ দুর্গোৎসব। প্রতিবছর উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী টাকি রাজবাড়ীর ঘাটে বিসর্জন দেওয়া হয় মা দেবী দুর্গাকে। এ বছরে কিভাবে বিসর্জন দেয়া হবে আরো কি বিষয়বস্তু বা কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আজ সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তসি বন্দোপাধ্যায়।। বসিরহাট থেকে একটা সপ্তসী ব্যানার্জি কি প্রতিক্রিয়া দিলেন দেখুন পাবলিক অ্যাপের ক্যামেরায়।