আর মাত্র একমাস পূজোর বাকী। তাই সমস্ত বিদ্দ্যুৎ পরিষেবা যাতে ব্যহত না হয় সে জন্য বৃষ্টিকে উপেক্ষা করে কাজ শুরু হল। নাকাশীপাড়া ইলেকট্রিক সাপ্লাইয়ের সাব স্টেশনের আদেশানুসারে যে ঘোষনা হয়েছিল আজ 24.8.25 রবিবার সকাল- সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত বেথুয়াডহরীর জায়গায় ১১কেবি লাইন পরিষেবা বন্ধ থাকিবে। তার কাজ শুরু হয়েছে। বেথুয়াডহরী পাটুলি রোডে ফুলতলায় কাজ শুরু হল।