Bongaon, North Twenty Four Parganas | Sep 10, 2025
বনগাঁ কামদেপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি , স্থানীয় আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে ওএনজিসি তরফ থেকে দেওয়া হল অ্যাম্বুলেন্স । বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েত কে ওএনজিসি তরফ থেকে স্থানীয় মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় । এই অনুষ্ঠানে আজ দুপুর দুটো নাগাদ উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস , বনগাঁ পঞ্চায়েত সমিতি ও আকাইপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এবং ওএনজিসির তরফ থেকে ঊর্ধ্বতন কর্তারা ৷