Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 8, 2025
ব্যারাকপুর পৌরসভার কাছে বেসরকারি ব্যাংকের সামনে বিটি রোডের উপর চলল গুলি পুলিশ সূত্রে খবর খড়দহ থানায় এলাকার বাসিন্দা আরবাজ আনসারী, আরমান আনসারী ও বিশ্বজিৎ তিওয়ারই নামে তিন যুবককে টিটাগড় থানার পুলিশ গ্রেপ্তার করে টিলাগড় থানার কাছ থেকে পাওয়া যায়, আগ্নেয়াস্ত্র আটক করা হয় একটি গাড়ি। ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানান তিনিও শুনেছেন ব্যারাকপুর পৌরসভার কাছে গুলি চলার ঘটনা ঘটেছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।