দক্ষিণ ধলাইয়ে রাজনগর খুলিছড়া জিপি-র সভাপতি ইমরান হুসেন বড়ভূইয়াকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী এবং গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেছে,১০ আগস্ট রাজনগর খুলিছড়া জিপির সভাপতি ইমরান হুসেন বড়ভূইয়ার মৃত্যু হয়।মৃত্যুর পর ইমরানের স্ত্রী এবং গাড়িচালকের বিরুদ্ধে বিষ পান করিয়ে মৃত্যুর অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ।