শুক্রবার দিন সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত সংগ্রামপুর গ্রামে আইনটিটিইউসির দলীয় কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আর সেখানেই বিভিন্ন দল থেকে ছেড়ে আসা 250 টি পরিবারকে তৃণমূলে যোগদান করালেন। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে যোগদান করান সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী।