গন্ডাছড়া মহকুমার কল্যাণ সিং এডিসি ভ্যালিজে আজ বিকেলে আইপিএফটি (IPFT)-এর এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৩টি পরিবারের মোট ৩১ জন ভোটার আইপিএফটি-তে যোগ দিয়েছেন। এর মাধ্যমে এলাকায় দলের শক্তি আরও বৃদ্ধি পেল। নবাগতদের হাতে আইপিএফটি-র দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন আইপিএফটি মহকুমা কমিটির সভাপতি চরণবাসী ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রাক্তন সভাপতি প্রেম সাধন ত্রিপুরা এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।