অসম সরকারের মন্ত্রী কৌশিক রাইয়ের উপস্থিতিতে রবিবার বিকাল ৪ টায় লক্ষীপুরে লাবক চাবাগানের মাঠে আনুষ্ঠানিকভাবে MLA কাপ ফুটবলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ।উপস্থিত ছিলেন কাছাড়ের S.P এবং DC।প্রতিযোগিতায় ৩৮৮ দল অংশগ্রহণ করে।