Barrackpur 1, North Twenty Four Parganas | Oct 2, 2025
ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম প্রাচীন বারোয়ারি দুর্গাপুজো চার্নক সার্বজনীন দুর্গোৎসব কমিটি জর্জ বাড়িতে আয়োজিত হলো প্রতিমা বরণ। চলতি বছর ১২২ তম বর্ষে পদার্পণ করা এই দুর্গাপুজোর পুজো মণ্ডপে রীতি মেনে দশমীর দুপুরে প্রতিমাকে বরণ করে নেন এলাকার মহিলারা।