ত্রিপুরা রাজ্যের সুরমা বিধানসভা কেন্দ্রের কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বুথের বাসিন্দা জুয়েল দাসের পুত্র রনি দাস (১৬) ২০ টাকা চুরির অপবাদে অপমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে আজ সন্ধ্যায় তার বাড়িতে যান সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল এবং সুরমা বিজেপির মন্ডল সভাপতি সুভাষ আহির।