Basirhat 1, North Twenty Four Parganas | Aug 28, 2025
বসিরহাট থানা এলাকার 14 নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার ঘটনা ।ভবানীপুরের বাসিন্দা *গোবিন্দ ঘোষ* পেশায় গার্মেন্টসের পাইকারি ব্যবসাদার । অভিযোগ- গতকাল এ গভীর রাতে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তার বাড়িতে এসে চিৎকার করে, দরজায় ধাক্কা দেয়, দরজা খুলতে বলে, কিন্তু গোবিন্দ ঘোষ বা তার পরিবারের কেউ দরজা না খোলায় বাইরে থেকে ইট পাটকেল ছোড়ে এবং অকথ্য ভাষায় মুখ খারাপ করতে থাকে । বহুক্ষণ এরকম তাণ্ডব চলার পর দুষ্কৃতীরা চলে যায় ।রীতিমতো আতঙ্কে পরিবার । গোবিন্দ বাবু বৃহস