Barrackpur 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
দেনার দায়ে আত্মঘাতী ভাটপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের রথতলা ফিঙ্গাপাড়া সোনামণি কলোনি এলাকার বাসিন্দা গৃহবধূ মহুয়া গাঙ্গুলী, বুধবার ভাটপাড়া থানার পুলিশ ঘরের ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়, মৃতার পরিবারের অভিযোগ বাড়ি তৈরির জন্য প্রায় ছয় লক্ষ টাকা লোন নিয়েছিলেন, অভিযোগ সেই টাকার জন্য প্রায়শই পাওনাদাররা বাড়িতে আসতেন তাগাদা দিতে , সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন মহুয়া গাঙ্গুলী।