আগামী ৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এবছর ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বেলাকাঠিয়া মুলুক গড় এবং নয়াগ্ৰাম খলাড় মুলুক এর যৌথ উদ্যোগে গোপীবল্লভপুরের ছাতিনাশোল ব্লক অফিস প্রাঙ্গণে পালিত হবে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান।সেই ৯ ই আগস্ট এর কর্মসূচি সফল করতে মঙ্গলবার বিশেষ বৈঠকের আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বেলাকাঠিয়া মুলুক গড়। এদিন সংগঠনের প্রাক্তন জেলা পারগানা ধাঙ্গা হাঁসদা, মুলুক গড়েৎ নিরঞ্জন হাঁসদারা উপস্থিত ছিলেন