আদিবাসী কুড়মী সমাজের গতকালকে রেল অবরোধের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং অবরোধকারীদের মধ্যে ঝামেলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং অবরোধকারী জখম হয় । আজ একইভাবে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কোটশিলা স্টেশনে । আজ এলাকা পরিদর্শনে যান পুরুলিয়া জেলা পুলিশ সুপার । গতকালকের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান তিনি ।