ত্রিপুরা পুলিশের ধলাই জেলার ছৈলেংটা থানা আবারও একটি বড় সাফল্য পেয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৭০ থেকে ৮০ লক্ষ টাকা।লংতরাইভ্যেলি মহকুমার এসডিপিও সোনাচরণ জামাতিয়া-র নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়। দলে ছিলেন ওসি মানিকপুর নিউটন জামাতিয়া, এসআই কপিল পাল এবং ডিসিএম রতন মনি দেববর্মা।