কমলপুর কালীবাড়ি ফুটবল মাঠে এভারগ্রীন সামাজিক সংস্থার একুশতম বর্ষে পরিচালিত প্রহ্লাদ সিনহা স্মৃতি নক আউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলায় হালহালী একাদশ বনাম মলয়া একাদশ মুখোমুখি হয়। পায়ে বল মেরে খেলার সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন এভারগ্রীন সামাজিক সংস্থার কর্মকর্তাগন। প্রথমার্ধে খেলা গোল শূন্য ভাবে শেষ হয়।