গত, ২১.০৮.২০২৫ তারিখে, নাকাশিপাড়া পুলিশ বাহিনী স্পেশাল রেইড ডিউটি করার সময় খবর পান, কেউ দীর্ঘদিন ধরে শম্ভুনগরে উপদ্রব তৈরি করছে।সূত্রের ভিত্তিতে, পুলিশ ২১.০৮.২০২৫ তারিখে রাতে নাকাশিপাড়া থানা-র অধীনস্থ শম্ভুনগরে পৌঁছে দেখতে পান যে ঐ ব্যক্তি অশ্লীল ভাষা ব্যবহার করছে। এর ফলে উপদ্রব সৃষ্টি হচ্ছে যা শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা তার কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করেন। সে নিষেধ না মানায় তাকে গ্রেফতার করা হল।