কাছাড় জেলার কালাইনে ফুটবলের মাঠ রণক্ষেত্র হয়ে উঠে।বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানা গেছে, খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কালাইনের হিলাড়া ফুটবল মাঠে আয়োজিত এক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ চলছিল রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন বনাম বাশাইল এফসি’র মধ্যে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে রাতাবাড়ি দলের একটি গোলকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।