কৃষি মজুর দের বছরে দুশো দিনের কাজ দৈনিক নূন্যতম 600 টাকা মজুরি খড়া প্রতিরোধ সরাসরি সেচ ব্যবস্থা। সহ চোদ্দ দফা দাবিতে খাতরা মহকুমা শাসক কে ডেপুটেশন জমা দিল অল ইন্ডিয়া কৃষণ ক্ষেত মজুর সংঘটন। আজ খাতরা শহরে মিছিল করে ওই সংঘটনের সদস্যরা মহকুমা শাসক দপ্তর পৌঁছে তাদের একজন মহকুমা শাসক কাছে গিয়ে তাদের দাবি তুলে দেন।