করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে বামপন্থী সংগঠনের ডাকে ১২ ঘণ্টার জেলা বনধের প্রভাব পড়ে শিলচরে।শনিবার বিকাল ৫ টায় জানা গেছে,বদরপুর সড়ক অবরোধে শিলচর শ্রীভূমি যাতায়াত অচল হয়ে পড়ে।শিলচর থেকে রওয়ানা হওয়া যানবাহন আটকা পড়ে বদরপুরে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।