Kultali, South Twenty Four Parganas | Aug 25, 2025
আজ বিকালে আনুমানিক ৬ টায় এক কিশোরের গলায় দড়ি দেয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের জালাবেড়িয়া ২নং অঞ্চলের ৩৬ নম্বর মন্ডলের লাট,ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তবে বাড়ির লোকের কাছ থেকে শুধু এইটুকু জানতে পারা যায় যে , ছেলেটি ইউটুবার আগামীকাল কলকাতায় কোন একটা জায়গায় অডিশন দিতে যাওয়ার কথা ছিল। মৃত দেহটি নিজেদের হেফাজতে নেয় কুলতলী থানার পুলিশ।