জাতীয় চক্ষুদান দিবস উপলক্ষে আজ কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে দুপুর বারোটা ত্রিশ মিনিটে এক সচেতনতা শিবির করা হয়। সচেতনতা বিষয়ে ছিল এই শিবির।প্রথমে গাছে জল ঢেলে উদ্বোধন করা হয়। ছিলেন ভারপ্রাপ্ত এস ডি এম ও ডাক্তার শুভাশিস দে, প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার দিবাকর দেব্বর্মা, স্টাফ নার্স রিনা দেবনাথ, এম পি এস প্রসেনজিৎ দাস সহ আশা কর্মী ও অন্যান্য কর্মচারীগণ। সেখানে ডাক্তার শুভাশিস দে সহ ছয়জন মরণত্তর চক্ষুদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন।