তৃণমূলের সঙ্গে চোখ চোখ রেখে লড়াই করে ছিনিয়ে নিয়ে সমবায়ের বোর্ড গঠন করল CPIM।শুক্রবার দুপুর ২ টার সময় কাশীপুর ব্লকের গগনাবাদ কৃষি উন্নয়ন সমিতি বোর্ড গঠন করে লাল আবির মেখে বিজয় মিছিল করল CPIM পার্টির কর্মী সমর্থকরা।জানা যায়, দিন কয়েক আগে এই সমবায়ে মোট ছয়টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসন এবং বাকী চারটির মধ্যে দুটি আসনে জয় লাভ করে CPIM পার্টির সদস্যরা।শুক্রবার দুপুরে চারটি আসন নিয়ে এই সমবায়ে বোর্ড গঠন করে তারা। সম্পাদক পদে অনিল মাহাত এবং সভাপতি প