আজ বিকেলে রাইমাভ্যালী তিপ্রা মথা দলের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমার নারায়ণ পুর এডিসি ভ্যালিজে এক যোগদান সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় ২৭টি পরিবারের মোট ৬৭ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রা মথায় যোগ দেন। নবাগতদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন তিপ্রা মথার বিশিষ্ট নেতা ও কর্মীরা। তাঁরা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তাঁদেরকে দলে স্বাগত জানান। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।