ঘটনাটি নাকাশীপাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সহ সভাপতি ব্রজেশ্বর রায়ের বাড়িতে। আজ সকালে একটি বিষধর গোখরা সাপ দেখা যায়। আনুমানিক দুই ফুট মত লম্বা। তিনি বাড়িতে দেখতে পান সাপটিকেএরপর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সাথে সাথে বেথুডাহরী বনদপ্তর এর বিট অফিসার রাজেশ বিশ্বাস কে খবর দেন। রাজেশ বিশ্বাস তাদের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তীকে ডেকে পাঠান। ব্রজেশ্বর রায়ের বাড়িতে পৌঁছে যান দীপঙ্কর। সেখানে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।