ধলাই জেলার ছাওমনু টুয়েলভ স্কুলের মিড ডে মিল রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্যাস এজেন্সির অসহযোগিতার কারণে গত চার মাস ধরে স্কুলের প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের অধীনে থাকা গ্যাস সিলিন্ডার পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এতে করে মিড ডে মিল রান্না করা কঠিন হয়ে পড়েছে। ছাওমনু টুয়েলভ স্কুলের প্রধান শিক্ষক শংকর ত্রিপুরা অভিযোগ করে বলেন, চার মাস ধরে গ্যাস না পাওয়ায় স্কুলের শিক্ষার্থীদের জন্য খাবার প্রস্তুত করতে ভীষণ অসুবিধা হচ্ছে।