পুরুলিয়া জেলার বিগ বাজেটের গনেশ পুজোগুলোর মধ্যে অন্যতম হুড়া ফ্রেন্ডশিপ ক্লাবের গনেশ পুজো এবার নজর কাড়ল জেলাবাসীর। এইবছর এই পুজো শুধুমাত্র আলোকসজ্জা ও মণ্ডপের কারুকার্যের জন্য নয়, বিশেষভাবে নজর কেড়েছে প্রতিমার অভিনব পরিকল্পনার জন্যও। হুড়া ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে এবারের যে প্রতিমা স্থাপন করা হয়েছে, তা যেন ধর্মীয় ঐক্য ও সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত। একক কাঠামোর মধ্যেই গণেশ ঠাকুরের সঙ্গে স্থান পেয়েছেন রাম, সীতা এবং বজরংবলী — যা দর্শনার্থীদের বিস্ময়