This browser does not support the video element.
বনগাঁ: বনগাঁ স্টেডিয়ামে শুরু হলো ইছামতী কাপ ২০২৫, উদ্বোধনী ম্যাচে কলকাতা কাস্টমসকে হারাল বাবুল স্মৃতি ব্যায়ামাগার
Bongaon, North Twenty Four Parganas | Aug 30, 2025
বনগাঁ স্টেডিয়ামে শুরু হলো ইছামতী কাপ ২০২৫, উদ্বোধনী ম্যাচে কলকাতা কাস্টমসকে হারাল বাবুল স্মৃতি ব্যায়ামাগার ‘ধর্ম যার যার, খেলা সবার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত শহর বনগাঁয় জমকালো আয়োজনে পর্দা উঠল ইছামতী কাপ ২০২৫-এর। শনিবার সন্ধ্যা ছটা নাগাদ বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে কলকাতা কাস্টমসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বনগাঁর বাবুল স্মৃতি ব্যায়ামাগার। উদ্বোধনী অনুষ্ঠানে তারকা সমাবেশে মুখরিত ছিল বনগাঁ স্টেডিয়াম।