Swarupnagar, North Twenty Four Parganas | Sep 9, 2025
ইউ সি আই (কমিউনিস্ট) দলের স্বরূপনগর লোকাল কমিটির অন্তর্গত স্বরূপনগর-বাংলানী , তরণীপুর,পাঁতুয়া, বারঘরিয়া,তেঁপুল মির্জাপুর সহ কয়েকটি সেল এর উদ্যোগে আজ ৯ই সেপ্টেম্বর-বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান শিক্ষক,চীন বিপ্লবের রূপকার মাও সেতুং স্মরণ দিবসে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্বরূপনগরে৷। সর্বত্রই এই মহান বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান,অঙ্গীকার পত্র পাঠ ইত্যাদি করা হয়।অনুষ্ঠানগুলির মূল আয়োজক লোকাল কমিটির সম্পাদক বেলা পাল | আজ মঙ্গলবার বিকাল ৪টায় স্বরূপন