আজ সকালে রাইমাভ্যেলী বিজেপি মন্ডলের উদ্যোগে গন্ডাছড়া পুরাতন টাউন হলে এক 'সেবা পাক্ষিক মন্ডল কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে দলের আদর্শ ও সেবা কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ধলাই জেলা বিজেপির জেলা সভাপতি শ্রী প্রতিরাম ত্রিপুরা, যিনি দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি শ্রী বিকাশ চাকমা, রাইমাভ্যেলী বিজেপির মন্ডল সভাপতি শ্রী ধন্য মানিক ত্রিপুরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।