ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অধীনস্থ বিভিন্ন সেল্ফ হেল্ফ গ্রূপের শতাধিক মহিলারা সরকারী বিভিন্ন স্কিমে সাহায্য সহযোগীতা নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করে চলেছেন। ওই সমস্ত স্ব -উদ্যোগী মহিলাদের পাশে দাঁড়িয়েছেন গন্ডাছড়া মহকুমার কো -অপারেটিভ সংস্থা। বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে চলেছেন কো -অপারেটিভ ল্যাম্পস লিমিটেড।