অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে বাঙ্গালী বিদ্ধেষী বলে কটাক্ষ করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।শনিবার বিকাল ৫ টায় তিনি বলেন,অসমীয়া খিলঞ্জীয়া বলেন মূখ্যমন্ত্রী।কিন্ত বাঙ্গালীরা খিলঞ্জীয়া বলেন না মূখ্যমন্ত্রী।আসলে BJP দলে বাঙ্গালী নেতৃত্ব নেই।বাঙ্গালীর নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস।