গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পূর্ব ঘোষিত সুচি অনুযায়ী মঙ্গলবার ব্লকের বেলিয়াবেড়া অঞ্চলের বনডাহি আপার প্রাইমারি স্কুলে হল আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির।এদিন লাউপাড়া বুথের ভোটারদের জন্য হয় এই শিবির। শিবির থেকে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকার করে উন্নয়ন পরিকল্পনা করা হয়। ভোটাররা তাদের এলাকার উন্নয়নের বিষয়ে প্রস্তাব রাখেন।এদিনের শিবির পরিদর্শন করলেন