ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া দহখোলার ।এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে গেদে বানপুরের অন্তর্গত কোনে চাদপুরেরর এক যুবক গতকাল মঙ্গলবার । সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে পরিচয় হয় বলে নাবালিকার পরিবার সূত্রে জানা যায়। নাবালিকার পরিবারের তরফ থেকে ওই যুবকের নামে মঙ্গলবার নাকাশীপাড়া থানায় অভিযোগ করা হয়। সেই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে নাকাশিপাড়া পুলিশআর তাকে আদালতে পাঠানো হলো।