গন্ডাছড়া মহকুমার রতননগরে তিপ্রা মথা দলের উদ্যোগে একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৯টি পরিবারের মোট ৪০ জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দিয়েছেন। নবাগতদের বরণ করে নেন দলের ইএম রাজেশ ত্রিপুরা, সহ-সভাপতি বাসুদেব চাকমা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ। তাঁরা নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই যোগদান পর্বের মাধ্যমে তিপ্রা মথা দল গন্ডাছড়া মহকুমায় তাদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করল।