পুরুলিয়া জেলার আদ্রায় ঐতিহ্যবাহী করম পরবে মেতে উঠলো কুড়মি সমাজের মানুষজনেরা। শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে আদ্রা করম পরব কমিটির পরিচালনায় এই প্রথমবার আদ্রার DVC মোড়ে কুড়মি সমাজের রেকর্ড সংখ্যাক মানুষজনের উপস্থিতিতে বিশাল পরিসরে আয়োজিত হল ডহরে করম। যেখানে কুড়মি সমাজের মা-বোনেরা নাচে গানের মধ্য দিয়ে মেতে উঠলেন করম পড়বে। আদ্রা ছাড়াও আশেপাশের মানিকপুর, দয়কিয়ারি, রামবনী, রাঙ্গুনি ও ভেলাগোড়া গ্রামের কুড়মি সমাজের মা-বোনদের রেকর্ড সংখ্যক উপস্থিতি