Swarupnagar, North Twenty Four Parganas | Sep 2, 2025
আজ দোসরা সেপ্টেম্বর বেলা বারোটা নাগাদ সরুপনগর ব্লকের তেতুলিয়া সংলগ্ন ভোগল বাড়ির মোড়ে সামনের দিক থেকে ছুটে আসা মোটর বাইকের সামনে পড়ে এক সাইকেল আরোহী ,ব্রেক করতেই দুজন দুজনের উপর আছড়ে পড়ে |পড়ে গিয়ে গুরুতর আহত হয় দুজনই |স্থানীয়রা ছুটে এসে তাদেরকে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় | মোটরবাইক চালকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বসিরহাট বদরতলা হাসপাতালে রেফার করে | খবর জানাজানি হতেই স্বরূপনগর থানার পুলিশ পৌছায় ঘটনাস্থলে |উদ্ধার করে ওই মোটরবাইকটি