Swarupnagar, North Twenty Four Parganas | Sep 4, 2025
মৃতের নাম- গোলাম জিকিয়া সানা স্বরুপনগর থানার বিথারী এলাকার ঘটনা ।গতকাল রাতে গোলাম জিকিয়া সানা ও তার স্ত্রী বিনা হেলমেডে বাইক চালিয়ে আসছিল বিথারী রোড ধরে । সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে সরাসরি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে গোলাম জিকিয়া সানা । এলাকার মানুষ তড়িঘড়ি গোলাম জিকিয়া সানাকে রক্তাক্ত অবস্থায় স্বরূপনগর ব্লক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । বৃহস্পতিবার দ