বনগাঁ বাগদা রাজ্য সড়কের বেহালদশা বন্ধ অটো ও বাস চলাচল , চরম ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ । উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে বয়রা ও বনগাঁ থেকে দত্তফুলিয়াগামী রাজ্য সড়কের বেহাল দশা । সম্প্রতি বনগাঁর চাঁদা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের। রবিবার থেকে বনগাঁ বয়রা ও বনগাঁ দত্তফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে এবং সোমবার সকাল থেকে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।