শুভেন্দুর কনভয়ের উপরে হামলার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বনগাঁ বাটার মোড়ে যশোর রোডে অবরোধ করল বিজেপি। অবরোধে সামিল বিজেপি জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ বিধায়করা । পাশাপাশিভাবে বনগাঁ দক্ষিণ এক মন্ডলের পক্ষ থেকে পাল্লা বাজারে বিক্ষোভ কর্মসূচি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে ।