Bhangar 2, South Twenty Four Parganas | Aug 29, 2025
আগামী ৭- ই' সেপ্টেম্বর কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত এক বিরাট মিছিলের ডাক দিলেন এলাকার পর্যবেক্ষক সওকাত মোল্লা। আজ অর্থাৎ শুক্রবার রাত আটটা নাগাদ ভোগালি পঞ্চায়েত কনফারেন্স হলে তারই প্রস্তুতি হিসাবে ভাঙ্গড় ২- ব্লকের ভোগালি ২- নং অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক ও প্রস্তুতি মিটিং সারলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।