Kultali, South Twenty Four Parganas | Aug 25, 2025
আজ কুলতলী ব্লকের শানকিজাহানে মৎস্য হারবারে ডায়মন্ড হারবার এ ডি এফ মেরিন দপ্তরের তত্ত্বাবধানে কুলতলির মৎস্যজীবী সংগঠন ও দেউলবাড়ী সাউথ সুন্দরবন মৎস্যজীবী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ১৫ টি ট্রলারে এক্সপান্ডার মেশিন স্থাপন করা হয়। যার ফলে উক্ত মৎস্যজীবীরা সমুদ্রে প্রতিকূল আবহাওয়া, বিপদ সংকেত, জলের গভীরতা, উপরে মালিকদের সাথে যোগাযোগ, বাড়ীর লোকেদের সাথে যোগাযোগ, মাছের বিচরণ ক্ষেত্র ,বর্ডার সিগন্যাল, অন আছে বুঝতে পারবে এই বিষয় নিয়ে কি জানালেন শুনুন।