This browser does not support the video element.
ব্যারাকপুর ১: শ্যামনগর দিপালী পার্কে প্রাচীন গাছের একাংশ কেটে ফেলার অভিযোগ, প্রতিবাদ স্থানীয় বিজেপি নেতৃত্ব
Barrackpur 1, North Twenty Four Parganas | Sep 10, 2025
ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর দিপালী পার্কে একটি প্রাচীন গাছের একাংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গাছের একাংশ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরা। বিজেপি জগদ্দল-১ মন্ডল সভাপতি শুভঙ্কর দে-র অভিযোগ, এর আগেও দীপালি পার্কে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। পার্কের সংস্কার করা হবে বলে এটা খুব ভালো উদ্যোগ। কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ।