রাইমাভ্যালী বিধানসভার অন্তর্গত রানীর পুকুর এডিসি ভিলেজের রুপাধন পাড়ায় তিপ্রা মথার উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ১৭টি পরিবারের ৪১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেছেন। নবাগতদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী বিধানসভার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, তিপ্রা মথার যুবনেতা রতন বিকাশ চাকমা এবং কান্ত চাকমা, সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং।