Swarupnagar, North Twenty Four Parganas | Sep 6, 2025
সরুপনগর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েত বন্যায়কবলিত হওয়ায় স্থানীয় কৃষকদের ধান থেকে শুরু করে সবজি ফসল সবই জলের তলায় |কৃষকদের পাশে দাঁড়াতেআজ সগুনা গ্রাম পঞ্চায়েতএলাকার কৃষকদের শস্য বীমার জন্য আজ শনিবার সকাল এগারোটা নাগাদ প্রয়োজনীয় নথি জমার কাজ শুরু হলো সগুনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে |ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই শস্য বীমার কাজ চলবে প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকার গ্রাম পঞ্চায়েত গুলিতে বলে ব্লক সূত্রে জানা যায় |