সিউড়ির শেহাড়া পাড়াতে এক ব্যক্তির বাড়ির পাঁচির তৈরি করার সময় সেখান থেকে নটি সাপের ডিম উদ্ধার করেন সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস। সেই ডিমগুলি ফুটেই বৃহস্পতিবার দিন বাচ্চা বের হতে শুরু করেছে। বাচ্চাগুলোর সম্পূর্ণ বের হলেই সেগুলিকে বনদপ্তরের সহযোগিতায় একটি জঙ্গলে পুনর্বাসন দেওয়া হবে।