প্রথম গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো বিনায়ক যুব শক্তি সংস্থা। তারা এই বছর গণপতি পুজোর আয়োজন করেছে কমলপুর নোয়াগাও সড়কের বিধায়কের বাড়ির নিকটে। উপস্থিত ছিলেন সমাজসেবী শম্পা দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডাক্তার শুভাশিস দে। তাদের গণেশ পুজোর বাজেট প্রায় আশি হাজার টাকা। আগামীকাল পুজো তারা মহাপ্রসাদ বিতরণ করবে বলে জানায়।