গণেশ পূজার দ্বিতীয় দিন সন্ধ্যায় গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির পুজা মন্ডপ দেখতে ভিড় জমালেন প্রচুর মানুষ। এদিন গোপীবল্লভপুর বাজার এলাকার পাশাপাশি স্থানীয় গ্রামের বাসিন্দারা মন্ডপ দেখতে ভিড় জমিয়েছেন। উল্লেখ্য গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির গণেশ পুজা এবছর প্রথম বছরের আয়োজন। প্রথম বছর তৈরি হয়েছে থিমের মন্ডপ।মন্ডপ সজ্জায় জঙ্গল বাঁচাও থিম তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা।থিমের মন্ডপ হওয়ায় দর্শকদের নজর কেড়েছে।