খাবার অযোগ্য এক্কেবারে মুখে নেওয়া যাচ্ছে না, পচা ডিম দেয়,অভিযোগ করলে নাম কেটে দেয় এমনই এক গুচ্ছ অভিযোগ তুলে ICDS কেন্দ্রে তালা লাগালো গ্রামবাসীরা।উত্তাল হুড়ার হাতিবাড়ি গ্রামে।অতি নিম্নমানের খাবার এবং ছয় দিন ধরে ডিম দেওয়া বন্ধ করেছে হাতিবাড়ি ICDS সেন্টারের কর্মী।কিছু বললেই ধমকের সুরে কর্মী বলেন যা দিচ্ছি সেটাই খাও এমনই গ্রামবাসীদের অভিযোগ ICDS কর্মী নিজের খুশিমতো আসেন যায়,রান্না অতি নিম্নমানের।এমনকি সেন্টার থাকা সত্ত্বেও নিজের ঘরে রাখে চাল ডাল।বৃহস্পতিবার গ