বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তরের পক্ষ থেকে সিউড়ির সিধু কানু মুক্তমঞ্চে ২১ তারিখ থেকে ২৫ তারিখ অব্দি ভারতের মুক্তি সংগ্রামের বাংলা ইতিহাসকে তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করেছে। রবিবার দিন সেই প্রদর্শনী দেখতে সেখানে ভিড় জমাতে শুরু করেছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গা মানুষজন।